নুসরাত জাহানের ছেলের বাবা যশ দাশগুপ্ত, এই খবর প্রকাশ্যে আসতেই বেজায় ধাক্কা খেয়েছে যশের অনুরাগীরা। অভিনেতার এমন অনেক অনুরাগী আছেন যারা যশের বিপরীতে মধুমিতা ছাড়া আর কাউকে মেনে নিতে পারেন না। ‘যশরত’কে নিয়ে একের পর এক বিতর্ক তৈরি হওয়ার পর থেকেই নানা পোস্টে সে কথা জানিয়েওছেন তারা।
এদিকে সদ্যোজাত ঈশানের বাবা যে যশ এ কথাও অনেকেই ভাবতেন। বুধবার রাতে কলকাতা পৌরসভার ওয়েবসাইটে নুসরাতের সন্তানের বাবার নামের জায়গায় যশের নাম দেখেই বৃহস্পতিবার যশকে ব্যান বা নিষিদ্ধ ঘোষণা করার আবেদন জানায় তার অনুরাগীরা।
এখানেই শেষ নয়। তীব্র অভিমানে অনুরাগীরা যশের একটি ছবিতে ‘ব্যানড’ বা ‘নিষিদ্ধ’ শব্দটি লিখে সেটি পোস্টও করেন ইনস্টাগ্রামে। ছবির তলায় হ্যাশট্যাগ ব্যবহার করে বড় হরফে লেখা, আমরা যশ দাশগুপ্তকে চাই না। পাশাপাশি, অন্য অনুরাগীদেরও যশকে সমর্থন না করার আবেদন জানানো হয়েছে সেই পোস্টে। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান