মধ্যপ্রাচ্য সফর শেষে বাইডেনের জেদ্দাহ ত্যাগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এয়ার ফোর্স ওয়ানযোগে শনিবার সৌদি আরব ত্যাগ করেছেন। প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের পর তিনি  প্রথম এ অঞ্চলে তার ৪ দিনের সফর শেষ করলেন। খবর এএফপির।
সৌদি রাষ্ট্র পরিচালিত চ্যানেল আল- একবারিয়া জানায়, জেদ্দাহ বিমান বন্দরে তাকে বিদায় জানান মক্কার গভর্নর প্রিন্স খালেদ আল- ফয়সাল।