মধ্যবাড্ডায় ভেঙে পড়েছে ইউলুপের বিম

রাজধানীর মধ্যবাড্ডায় নির্মাণাধীন ইউলুপের একটি লোহার বিম ভেঙে পড়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার সকাল আটটার দিকে বিমটি ভেঙে পড়লে বাড্ডা-রামপুরা এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এসময় অফিসগামী অনেক মানুষ হেঁটে অফিসের দিকে রওনা হন।

পরে ট্রাফিক পুলিশ, বাড্ডা থানা পুলিশ ও নির্মাণ শ্রমিকদের সহযোগিতায় সেটি সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

ট্রাফিক উত্তর বিভাগের বাড্ডা জোনের সহকারি কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্মাণাধীন ইউলুপের লোহার বিম রাস্তার ওপর ভেঙে পড়লে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। তবে আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

আজকের বাজার : আরএম/১৭ ফেব্রুয়ারি ২০১৮