সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনকে সুষ্ঠু করতে আজ শুক্রবার মধ্যরাতের পূর্বে বহিরাগতদের সিলেট নগরী ত্যাগ করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, সিসিক নির্বাচন ৩০ জুলাই সোমবার। সুতরাং শুক্রবার (২৭ জুলাই) মধ্য রাতের (১২টা) আগে নগরীতে যেসব বহিরাগত আছেন, তাদেরকে নগরী ত্যাগ করতে হবে।
নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার বিকাল থেকে বহিরাগতদের নগরী ছাড়তে দেখা গেছে। আবাসিক হোটেল ও রিসোর্টগুলোতেও পর্যটক বা ভ্রমণপিয়াসীদের বুকিং বন্ধ রয়েছে।
ইসির নির্দেশনায় আরও বলা হয়, শুক্রবার মধ্যরাতের পর কোনো বহিরাগতকে নগরীতে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে প্রশাসন। এছাড়া কর্মজীবী ও নিয়িমত বসবাসকারী মানুষ ব্যতীত অন্যদের সিটি করপোরেশনের নির্বাচনী এলাকার মধ্যে না থাকতে বলা হয়েছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মাঠে রয়েছেন ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা হচ্ছেন- সিলেটের সহকারী কমিশনার এরশাদ মিয়া, সহকারী কমিশনার মুহাম্মদ আশরাফুল আলম, সহকারী কমিশনার উম্মে মালিক রুমাইয়া, সহকারী কমিশনার খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার সুনন্দা রায়, সহকারী কমিশন মুহাম্মদ হেলাল চৌধুরী, সহকারী কমিশনার আশরাফুল হক, সহকারী কমিশনার ইরতিজা হাসান ও সহকারী কমিশনার শাহিনা আক্তার।
আজকের বাজার/এমএইচ