মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে লরি দুর্ঘটনায় নিহত ৭৭

যাত্রী ও মালবোঝাই লরি দুর্ঘটনায় মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ৭৭ জন নিহত হয়েছে বলে সে দেশের সরকারি সূত্র জানিয়েছে। রাজধানী শহর বাঙ্গুই থেকে ৩০০ কিলোমিটার দূরে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বামবারি শহরে গতকাল বুধবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

লরিটি স্বাভাবিকের চেয়ে দ্রুতগতিতে যাচ্ছিল বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন স্থানীয় পার্লামেন্ট সদস্য আমাসেকা টপি। তিনি বলেন, দুর্ঘটনার কারণ বের করতে তদন্ত চলছে।

দুর্ঘটনায় অন্তত ৭২ জন আহত হয়েছে বলে জানিয়েছেন বামবারি বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রধান চিকিৎসক চামবারলেন বামা। দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের বেশির ভাগই স্থানীয় ব্যবসায়ী। তাঁরা মালপত্র নিয়ে বাজারে যাচ্ছিলেন। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বেশির ভাগ রাস্তার অবস্থা বেহাল। যানবাহনের সংকট থাকার কারণে সেখানে বেশির ভাগ লরিতে অতিরিক্ত যাত্রী এবং পণ্য ওঠানো হয়। অভাব রয়েছে সড়কে নিরাপত্তাব্যবস্থারও।

আজকের বাজার: এমএম/এলকে ৬ জুলাই ২০১৭