সেন্টাল আফ্রিকান প্রজাতন্ত্রে সোমবার বিদ্রোহীদের হামলায় দুই শান্তিরক্ষী নিহত হয়েছেন। প্রেসিডিন্ট ফাউস্তিন আর্চাং তোয়াদারা পুন:নির্বাচনে বিজয়ী হয়েছেন-দেশটির সর্বোচ্চ আদালত তা নিশ্চিত করার কয়েক ঘণ্টা পর তারা নিহত হলেন। জাতিসংঘ মিশন এমআইএনইউএসসিএ একথা জানান। খবর এএফপি’র।
এমআইএনইউএসসিএ’র এক বিবৃতিতে বলা হয়, বিদ্রোহী গ্রুপের সদস্যদের হামলায় এক গাবোনেস ও এক মরক্কান (শান্তিরক্ষী) নিহত হয়েছেন। তাদের গাড়ি বহরে হামলায় তার প্রাণ হারান। বিবৃতিতে নব গঠিত বিদ্রোহী জোটের কথা উল্লেখ করা হয়। আর এ জোট সংঘাতপূর্ণ এ দেশে ২৭ ডিসেম্বর নির্বাচনের প্রাক্কালে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা চালায়।