আগামী মধ্য নভেম্বর থেকে প্রথম ব্যাচের রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে সম্মত হয়েছে বাংলাদেশ-মিয়ানমার।
মঙ্গলবার (৩০ অক্টোবর) ঢাকায় দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠক শেষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।
রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পরারাষ্ট্র সচিব পর্যায়ের ওই বৈঠকে মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি মিন্ট থু এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সিনিয়র সচিব শহীদুল হক।
বৈঠকে পুনর্বাসন শুরু করার জন্য ‘নিবিড় প্রচেষ্টা’ হিসাবে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান শহীদুল হক।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা ইউএনবিকে বলেন, ‘আগামীকাল (বুধবার) উভয় দেশের জয়েন্টে ওয়াকিং কমিটির সদস্যরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এবং রোহিঙ্গাদের সাথে মতবিনিয়ময় করবেন।’
আজকের বাজার/এমএইচ