মনামীর বিকিনি পড়া ছবিতে সোশ্যাল মিডিয়া উত্তাপ!

অভিনেত্রী মনামী ঘোষ। তাঁর নাকি বয়স বাড়ে না। অন্তত দর্শকদের একটা বড় অংশ তেমনই মনে করেন। বিগত বেশ কয়েক বছর ধরে একই রয়েছেন তিনি।

ফ্যাশন সেন্সেও অনেকের মধ্যে নিজেকে আলাদা করে চিনিয়ে দেন মনামী। এ বার তিনি একটু সাহসী হলেন। নিজের বিকিনি পরা ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। খবর আনন্দবাজার পত্রিকা।

ঘুড়ে বেড়ানো অভিনেত্রীর নেশা। সম্প্রতি তিনি নাকি ব্যাঙ্কক বেড়াতে গিয়েছিলেন। সেখানেই সাহসী পোশাকে তোলা ছবি এ বার শেয়ার করলেন ওয়েব অডিয়েন্সের জন্য।

‘সাত কাহন’ ধারাবাহিক দিয়ে মনামীর টেলিভিশন কেরিয়ার শুরু। একের পর এক ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। ফিল্ম এবং টেলিভিশন দু’টি মাধ্যমই সমান দক্ষতায় সামলাচ্ছেন। অভিনয় ছাড়াও নাচ মনামীর ভালবাসার বিষয়।

 

আজকের বাজার/ এমএইচ