আমি এমদাদ সুমন, আপনাদের জন্য আমার কিছু কথা এখানে রয়েছে। একটা সময় গান শুনতে ভালো লাগতো। বিনোদনের প্রচলিত উপাদানগুলোতে আমি অন্ধভাবে তালে তাল দিয়ে যেতাম, ভাবতাম মন আনন্দ পাচ্ছে, আমি সুখে আছি!
আর এই সুখটাকে সবার মাঝে বিলিয়ে দেওয়ার জন্য আপনাদের জন্য আমাদের ‘সিডি চয়েস মিউজিক’।
প্রতিটা মানব দেহের জন্য যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস থেকে শুরু করে প্রয়োজনীয় সব উপাদান জরুরি এবং সেটা প্রতিদিন ই, তেমনি নিজের মনের জন্য ও সঠিক উপাদান সঠিক পরিমাণে প্রয়োজন। তবে এই মনের খোড়াক এর জন্য এবং প্রতিনিয়ত যেন এই খোড়াক জুটে তারই ধারাবাকিতায় সবার জন্য উম্মক্ত অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিডি চয়েস মিউজিক’।
অনেক কথাই এখানে লিখে বলতে না পারায় এমদাদ সুমন কর্ণধার সিডি চয়েস মিউজিক এর আরও যে বিশেষ কথা রয়েছে এই ভিডিওতে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আজকের বাজার/এমএইচ