কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। বৃহস্পতিবার (২ মার্চ) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডলের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।
দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা দুপুর সাড়ে ১২টার দিকে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন আঞ্জুম সুলতানার বাবা ও দক্ষিণ জেলা আ’লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আফজাল খান, শফিক শিকদার, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি ওমর ফারুক।
অপরদিকে দুপুর ১টার দিকে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী ও সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু। এ সময় তার সঙ্গে ছিলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
মেয়র পদে এ দু’জন ছাড়াও জাসদের শিরিন আক্তার, স্বতন্ত্র মেজর (অব.) মামুনুর রশিদ ও শোয়েবুর রহমানসহ ৬জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এছাড়া সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৯৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সংরক্ষিত ওয়ার্ড থেকে ৪৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
১৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সুত্র: দ্য রিপোর্ট