বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আলোচিত আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম তার মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছেন।
সোমবার, ৩ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আপিল করেন তিনি।
এর আগে রবিবার স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার ফয়েজ আহমেদ।
তিনি জানান, হিরো আলম তার নির্বচনী এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিকভাবে দেখাতে পারেননি।
রিটার্নিং অফিসার ফয়েজ বলেন, স্বতন্ত্র হিসেবে কেউ প্রার্থী হতে চাইলে বা নির্বাচন করতে চাইলে মনোনয়নপত্রের সাথে সংশ্লিষ্ট এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষর দাখিল করার কথা। কিন্তু তার জমাদানকৃত স্বাক্ষরে কিছু স্বাক্ষর জাল পাওয়া যাওয়ায় প্রার্থীতা বাতিল করা হয়েছে।
এর আগে বগুড়া-৪ (কাহালু-নন্দিগ্রাম) আসনে লড়ার জন্য জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন হিরো আলম। কিন্তু জাতীয় পার্টি থেকে চূড়ান্ত মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কমিশনে মনোনয়নপত্র জমা দেন তিনি। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ