রংপুর-৩ সদর আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন রাহগীর আল মাহী সাদ।
সোমবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা সাহাতাব উদ্দিনের কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফী, সাংগঠনিক সম্পাদক মুনশি আবদুল বারী, জেলা ছাত্রসমাজের আহবায়ক আশরাফুল হক জবা, যুগ্ম-আহবায়ক সোবহান মজিদ বিদ্যুৎ, যুব সংহতির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাজিম, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি শামীম সিদ্দিকী প্রমুখ।
এর আগে পল্লী নিবাসে গিয়ে প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারত করেন রাহগীর আল মাহী সাদ।
আজকের বাজার/এমএইচ