যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যের কিছু অংশে শনিবার আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং একটি ‘রাডারের অসঙ্গতি’ তদন্ত করার জন্য একটি যুদ্ধ বিমান পাঠানো হয়েছিল কিন্তু বিমানটি আকাশে অস্বাভাবিক কিছু খুঁজে পায়নি। মার্কিন সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।
উত্তর আমেরিকার এয়ারোস্পেস ডিফেন্স কমান্ড এবং ইউএস নর্দার্ন কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর আমেরিকার বিমান প্রতিরক্ষা ‘রাডারের অসঙ্গতি শনাক্ত করেছে এবং তদন্তের জন্য যুদ্ধ বিমান পাঠিয়েছে। এই বিমানগুলো রাডার সংকেতের সাথে সম্পর্কযুক্ত কোনো বস্তুকে চিহ্নিত করতে পারেনি। মার্কিন-কানাডিয়ান যৌথ অভিযানে কানাডার ইউকন অঞ্চলে একটি বস্তুকে গুলি করে নামিয়ে আনার কয়েক ঘন্টা পরেই এক বিবৃতিতে বলা হয়, কর্মকর্তারা ‘পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবেন।’