জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার মন্ট্রিল চুক্তিনা করায় বাংলাদেশ বিদেশি অর্থায়ন পাচ্ছে না বলে জানিয়েছেন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।আজ সোমবার ২৯জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জলবায়ু অর্থায়ন’ বিষয়ক সম্মেলনে এ কথা বলেন অর্থমন্ত্রী।
এ সময় অর্থমন্ত্রী বলেন, রিও সামিটের পর অনেক তহবিল গঠন হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশ নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা মোকাবেলায় একমত হয়েছে ও সমঝোতা সই করেছে।এখন বলতেই হয় তখন আমি ব্যর্থই হয়েছিলাম। জলবায়ু খাতে বাংলাদেশ বিদেশি সাহায্য খুব কমই পায়। তাই আমি মনে করি, এটা কিছুটা আমার বোকামির জন্যই এমন হয়েছে। এ সমঝোতা কার্যকর করা নিয়ে সংশয় থেকেই আমি সই করিনি।
অর্থমন্ত্রী আরও বলেন, দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন কাজের সুষ্ঠু তদারকি করতে পারলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করা সহজ হবে।
আজকের বাজার:এসএস/২৯জানুয়ারি ২০১৮