মন্ট্রিল চুক্তি না করায়  বিদেশি অর্থায়ন পাচ্ছে না বাংলাদেশ:অর্থমন্ত্রী

ফাইল ছবি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার মন্ট্রিল চুক্তিনা করায় বাংলাদেশ বিদেশি অর্থায়ন পাচ্ছে না বলে জানিয়েছেন  করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।আজ সোমবার ২৯জানুয়ারি  বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জলবায়ু অর্থায়ন’ বিষয়ক সম্মেলনে এ কথা বলেন অর্থমন্ত্রী।

এ সময় অর্থমন্ত্রী বলেন, রিও সামিটের পর অনেক তহবিল গঠন হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশ নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা মোকাবেলায় একমত হয়েছে ও সমঝোতা সই করেছে।এখন বলতেই হয় তখন আমি ব্যর্থই হয়েছিলাম। জলবায়ু খাতে বাংলাদেশ বিদেশি সাহায্য খুব কমই পায়। তাই আমি মনে করি, এটা কিছুটা আমার বোকামির জন্যই এমন হয়েছে। এ সমঝোতা কার্যকর করা নিয়ে সংশয় থেকেই আমি সই করিনি।

অর্থমন্ত্রী আরও বলেন, দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন কাজের সুষ্ঠু তদারকি করতে পারলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করা সহজ হবে।

আজকের বাজার:এসএস/২৯জানুয়ারি ২০১৮