নবনির্বাচিত সরকারের নতুন মন্ত্রিসভাকে দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান জানানো হয়েছে।
সোমবার জাতীয় প্রেসক্লাবে জাগো বাংলা ফাউন্ডেশন আয়োজিত ‘নির্বাচন ২০১৮: অপরাজনীতির প্রস্থান, নতুন অধ্যায়ের শুরু’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ আহ্বান জানান।
আলোচনায় বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বলেন, ‘জনগণ মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত বাংলাদেশকে দেখতে চায়। এক্ষেত্রে দুর্নীতিমুক্ত দেশ ও সুশাসন অবশ্যই নিশ্চিত করতে হবে। আমরা আশা করি নির্বাচনের আগে তারা (ক্ষমতাসীন আওয়ামী লীগ) যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা রক্ষা করবে।’
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম বলেন, ‘গ্রামীণ উন্নয়নকে সরকারের অগ্রাধিকার দেয়া উচিত। শিক্ষাখাতে পরিবর্তন আনতে হবে এবং দুর্নীতি ও মাদককে নির্মূল করতে হবে।’
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, ‘সরকারের প্রথম পদক্ষেপই হওয়া উচিত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া।’
নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) একে মোহাম্মাদ আলী শিকদার বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে আমাদের প্রয়োজন স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ।’
এছাড়াও গোলটেবিল আলোচনায় অন্যদের মধ্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, জাগো বাংলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী প্রমুখ। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ