'সড়ক পরিবহন আইন'র খসড়া আজ সোমবার (৬ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে উঠছে।
এ খসড়ায় ড্রাইভিং লাইসেন্সের জন্য শিক্ষাগত যোগ্যতার শর্ত, চালকদের পয়েন্ট কাটার ব্যবস্থা এবং মৃত্যুর ঘটনায় প্রচলিত আইনে শাস্তির বিধান রাখা হয়েছে।
মন্ত্রিসভা পর্যবেক্ষণসহ নীতিগত অনুমোদন দেয়ার পরও সড়ক পরিবহন আইনের খসড়াটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পড়ে ছিল প্রায় দেড় বছর। রাজধানীতে সহপাঠীদের হত্যার বিচার এবং নিরাপদ সড়কের দাবীতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ভেটিং শেষ করে আইন মন্ত্রণালয়।
খসড়া আইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য কমপক্ষে ৮ম শ্রেণি পাসের শর্ত, আইন অমান্য করলে চালকদের পয়েন্ট কাটা এবং নরহত্যা হলে প্রচলিত আইনে সাজার বিধান রাখা হয়েছে।
উল্লেখ্য, ১৯৮৩ সালের মোটর ভেহিকেল অর্ডিন্যান্সের বদলে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইনের প্রস্তাব করা হয় ২০১১ সালে। সেই প্রস্তাবের পর্যবেক্ষণে সড়ক পরিবহণ আইন ২০১৭-এর খসড়া করা হয়।
আজকের বাজার/একেএ