মন্ত্রিসভায় ডাক পেয়েছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার। সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করে মঙ্গলবার ১ জানুয়ারি তাকে বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে।
সরকারের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন লক্ষ্মীপুর-৩ আসনের সরকার দলীয় সাংসদ এ কে এম শাহাজাহান কামাল।
ফোন পেয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীও।
মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ পূর্ণ মন্ত্রী হচ্ছেন।
কাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গভবনে তাদের শপথ পড়ানো হবে বলে জানা গেছে।
নারায়ণ চন্দ্র চন্দ ও শাহাজাহান কামাল ফোন পাওয়ার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তবে মোস্তাফা জব্বার এ ব্যাপারে এখনই সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি বলেন, গত ৬ ডিসেম্বর অনুষ্ঠিত ডিজিটাল ফেয়ারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, মোস্তাফা জব্বারকে আরও বড় কোনো দায়িত্ব দেয়া হবে।
আজকের বাজার: এলকে/ ১ জানুয়ারি ২০১৮