মন্ত্রিসভায় রদবদল: ৮ দফতর পুনর্বণ্টন

নতুন চার মন্ত্রীর শপথ গ্রহণের পর দিনই মন্ত্রিসভার দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর আজ বুধবার ৩ জানুয়ারি দুপুরে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন করা হয়েছে।

রদবদল অনুযায়ী রাশেদ খান মেননকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী থেকে সরিয়ে সমাজকল্যাণ মন্ত্রী, এ কে এম শাহজাহান কামালকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী, আনোয়ার হোসেন মঞ্জুকে বন ও পরিবেশ থেকে সরিয়ে পানি সম্পদ মন্ত্রী আর পানি সম্পদ থেকে সরিয়ে আনিসুল ইসলাম মাহমুদকে বন ও পরিবেশ মন্ত্রী করা হয়েছে। নারায়ণ চন্দ্র চন্দকে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী ,প্রয়ুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বারকে ডাক, টেলি যোগাযোগ ও আইসিটি মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণারয়ের ভারপ্রাপ্ত মন্ত্রীর দায়িত্বপালন করা নুরুজ্জামান সরকারকে প্রতিমন্ত্রী,ডাক ও টেলি যোগাযোগ থেকে সরিয়ে তারানা হালিম তথ্য প্রতিমন্ত্রী এবং কাজী কেরামত আলীকে মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী করা হয়েছে।

আজকের বাজার: বি /এলকে ৩ জানুয়ারি ২০১৮