মন্ত্রিসভায় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের অনুমোদন

মন্ত্রিসভা জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং ‘মুজিববর্ষ-২০২০’ উদযাপন উপলক্ষে একাদশ জাতীয় সংসদের সপ্তম ও বিশেষ অধিবেশনে আগামী ২২ মার্চ রাষ্ট্রপতি প্রদত্ত ভাষণের খসড়ার অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সকালে তাঁর কার্যালয়ে (পিএমও) অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন প্রদান করা হয়। পরে অপরাহ্নে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। রুলস অব বিজনেসের ১৬ অনুচ্ছেদ অনুযায়ী এই ভাষণ মন্ত্রিসভায় অনুমোদিত হতে হয়, যা আজকে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।’

তিনি বলেন, ‘জাতির পিতার জীবন এবং রাজনৈতিক দর্শন, কর্ম, পার্লামেন্টারিয়ান হিসেবে তাঁর ভূমিকা, দেশ পরিচালনা এবং জনকল্যাণের যে বিষয়গুলো রয়েছে সেগুলোই রাষ্ট্রপতির ভাষণে অন্তর্ভূক্ত হয়েছে।’জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠেয় জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আগামী ২২ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। সেখানে ২২ মার্চ উদ্বোধনী পর্বে ভাষণ প্রদান করবেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান