এবার বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়া শ্রীলঙ্কা ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছেন। এজন্য শ্রীলঙ্কার সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সচিবালয়ে ১০ জুলাই সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে বলেন, ‘বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিসা অব্যাহতির জন্য একটি চুক্তির খসড়া মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।’
ইতোমধ্যে রাশিয়া, কুয়েত, ব্রাজিলসহ বিভিন্ন দেশের সঙ্গে এ ধরনের ভিসা অব্যাহতি চুক্তি করেছে সরকার।
৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ও ৬ এপ্রিল ক্রীড়া দিবস
মন্ত্রিপরিষদ সচিব জানান, ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস এবং ৬ এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন করা হয়। বাংলাদেশেও ওই দু’দিন এ দু’টি দিবস পালন এবং দিবসগুলোকে মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গণহত্যা ও যুদ্ধাপরাধের স্মারক ডাকটিকিট উন্মোচন
শফিউল আলম বলেন, “মন্ত্রিসভা বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসরদের গণহত্যা ও যুদ্ধাপরাধের ওপর আলোকচিত্র সমন্বয়ে ৭১টি স্মারক ডাকটিকিট সংবলিত উদ্বোধনী খাম অবমুক্ত এবং ‘গণহত্যা ও যুদ্ধাপরাধ’ শিরোনামে একটি বিশেষ ম্মারক ডাকটিটিকিট অ্যালবামের মোড়ক উন্মোচন করেন।”
তিনি আরও বলেন, ‘এরপর একাত্তরের গণহত্যা ও যুদ্ধাপরাধের বিষয়ে প্রকাশিত স্মারক ডাকটিকিট ও অ্যালবামের ওপর একটি ভিডিওচিত্র উপস্থাপন করা হয়।’
আজকের বাজার:এলকে/ এলকে/ ১০ জুলাই ২০১৭