আগামী ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দেশের ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের বাজেট এটি। একইসঙ্গে সম্পূরক অর্থবিল ২০১৭ এর অনুমোদনও দেওয়া হয়েছে।
আজ ১ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০১৭-১৮ বাজেট অনুমোদন দেওয়া হয়।
দেশের ৪৬তম; আওয়ামী লীগ সরকারের ১৭তম এবং মুহিতের একাদশ বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হবে আজ। দুপুর ১ দেড় টায় জাতীয় সংসদে এ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
আজকের বাজার:এলকে/এলকে/ ১ জুন ২০১৭