ময়মনসিংহের ত্রিশালে মোটরসাইকেল থেকে পড়ে মঙ্গলবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত সাজ্জাদ সাইফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শেষ বর্ষের ছাত্র। তিনি ত্রিশাল উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিনের পুত্র।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আল জাবির জানান, বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বরণ করতে মোটর শোভাযাত্রা বের হয়। সাজ্জাদ নিজের মোটরবাইক নিয়ে ওই মোটর শোভাযাত্রার সাথে ত্রিশাল সদরে যাওয়ার পথে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ওঠার সময় স্পিড ব্রেকারে ধাক্কা খেয়ে পড়ে যায়। এতে সে মাথায় আঘাত পায়।
গুরুতর আহত সাইফকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সে মারা যায়, বলেন তিনি।
আজকর বাজার/লুৎফর রহমান