পাবনার ঈশ্বরদীতে ৪ সাংবাদিকের ওপর হামলার প্রধান আসামি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি‘র পুত্র শিরহান শরীফ তমালের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
বুধবার ১৩ ডিসেম্বর দুপুরে পাবনার আমলী আদালত-১ এ শিরহান শরীফ তমাল হাজির হয়ে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে বিচারক রেজাউল করিম জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
গত ২৯ নভেম্বর ঈশ্বরদী উপজেলার অদূরে চরসাহাপুর রূপপুর প্রকল্পের সাইট অফিসের সামনে এক আওয়ামী লীগ নেতার সমর্থকদের ওপর হামলার ছবি তুলতে গেলে পাবনার চার সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হন।
আহত ব্যক্তিদের পক্ষ থেকে এ ঘটনায় ঈশ্বরদী থানায় পরদিন একটি মামলা করা হয়। মামলায় শিরহান শরীফ তমাল ও দলের সাধারণ সম্পাদক রাজিব সরকারের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামী করা হয়। মামলার বাদী ডিবিসির পাবনা প্রতিনিধি পার্থ হাসান।
আজকের বাজার:এলকে/১৩ ডিসেম্বর ২০১৭