ইসরাইলি বিচার বিভাগ রোববার সুপ্রিম কোর্টের নতুন সভাপতি হিসেবে ইতজাক অমিতকে মনোনীত করেছে, তবে এই সিদ্ধান্ত দ্রুত প্রত্যাখ্যান করেছেন বিচারমন্ত্রী। তিনি আদালতের ক্ষমতা সীমিত করার পদক্ষেপকে সমর্থন করেছেন। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।
আদালত এক বিবৃতিতে বলেছে, ‘কমিটি সুপ্রিম কোর্টের সহ-সভাপতি বিচারক ইতজাক অমিতকে সভাপতি পদে নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে।’
অমিতের নির্বাচনকে ‘অবৈধ’ বলে অভিহিত করে এই নিয়োগকে চ্যালেঞ্জ করেছেন বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন।
যদিও অমিতকে নির্বাচিত করার ইসরাইলের বিচার বিভাগীয় নিয়োগ কমিটির সভাপতি ছিলেন লেভিন, তবে ভোটের সময় তিনি উপস্থিত ছিলেন না।
২০২৩ সালের গোড়ার দিকে, লেভিন একটি বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনা প্রবর্তন করলে সুপ্রিম কোর্টের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ওই পরিকল্পনা ইসরাইল জুড়ে ব্যাপক রাস্তায় বিক্ষোভের সূত্রপাত করে।
বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড এক্স-এ এক পোস্টে অমিতের নির্বাচনকে ‘গণতন্ত্র ও সঠিক শাসনের বিজয়’ বলে অভিহিত করেছেন।
ইসরাইলের কোনো আনুষ্ঠানিক সংবিধান নেই, দেশের মৌলিক আইন লঙ্ঘনকারী যে কোন সংসদীয় আইন বাতিল করার ক্ষমতা সুপ্রিম কোর্টের রয়েছে।