সরকার মন্ত্রিসভায় একজন পূর্ণ মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীর দফতরে পরিবর্তন আনা হয়েছে।
বৃহস্পতিবার মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমকে দেয়া হয়েছে মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খসরুকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়া সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরিফ আহমেদকে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
আজকের বাজার/এমএইচ