কোমরে আঘাতের কারণে হাসপাতালে ভর্তি হওয়া সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেমনের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১০ জুলাই) রাজধানীর স্কয়ার হাসপাতালে বেলা ১০টা থেকে ১২টা পর্যন্ত এ অস্ত্রোপচার হয়। তিনি এখন শঙ্কামুক্ত।
মন্ত্রী ও তার পরিবারের পক্ষ থেকে দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, রাশেদ খান মেমন গত ৫ জুলাই সকালে মিন্টু রোডে নিজ বাসবভনের সামনে প্রাতঃভ্রমণের সময় পা পিছলে পড়ে ‘হিপ জয়েন্টে’ আঘাত পান।
পরে তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
আজকের বাজার/এমএইচ