বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে ধীর গতির ওভার রেটের জন্য শ্রীলংকাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসি পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
নির্ধারিত সময়ে দাসুন শানাকার দল দুই ওভার কম করেছে বলে আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ আইসিসির কাছে অভিযোগ করেন।
আইসিসি কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী সর্বনিম্ন ওভার রেট আইন ভঙ্গের কারনে একজন খেলোয়াড়কে প্রতি ওভারের জন্য তার ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হবে।
লংকান অধিনায়ক শানাকা তার প্রতি আনা এই অভিযোগ স্বীকার করে আইসিসির শাস্তি মেনে নিয়েছেন। যে কারনে কোন আনুষ্ঠানিক শুনানীর প্রয়োজন হয়নি।
অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও শরফুদ্দৌলা সৈকত ও থার্ড আম্পায়ার মাইকেল গফ ও ফোর্থ আম্পায়ার এ্যালেক্স ওয়ার্ফ প্রত্যেকেই এই অভিযোগের ব্যপারে একমত হয়েছেন। (বাসস/ওয়েবসাইট)