মন্দা বাজারেও চাঙ্গা অ্যাপেক্স

দেশের পুঁজিবাজারে বেশ কিছুদিন ধরে মন্দাভাব বিরাজ করছে। তবে এই মন্দা বাজারেও অ্যাপেক্স গ্রুপের কোম্পানিগুলোর শেয়ার দর প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোনো কারণ ছাড়াই কোম্পানিগুলোর দর বাড়ছে বলে জানাচ্ছেন কোম্পানি কতৃপক্ষ।

পুঁজিবাজারে অ্যাপেক্স গ্রুপের চার কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপেক্স ফুডস, অ্যাপেক্স স্পিনিং, অ্যাপেক্স ট্যানারি ও অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড।

গত দুই সপ্তাহের শেয়ার দর বিশ্লেষণে দেখা যায় প্রায় প্রতিদিনই কোম্পানিগুলোর দর বেড়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত ৭ ফেব্রুয়ারি থেকে অ্যাপেক্স ফুডসের শেয়ার দর একটানা বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর ১৩৯ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১৯১ টাকা ১০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

অ্যাপেক্স স্পিনিংয়ের শেয়ার দর গত ৪ ফেব্রুয়ারি থেকে টানা বাড়ছে। আলোচ্য সময়ে শেয়ারটির দর ১০৯ টাকা থেকে বেড়ে সর্বশেষ ১৪২ টাকা ২০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি থেকে অ্যাপেক্স ট্যানারির শেয়ার দর বেড়েছে ১৩৪ টাকা ৭০ পয়সা থেকে ১৫২ টাকা ৫০ পয়সা পর্যন্ত। একই সময়ে অ্যাপেক্স ফুটওয়্যারের শেয়ার দর বেড়েছে ৩১৩ টাকা ৫০ পয়সা থেকে ৩৪৩ টাকা ৭০ পয়সা পর্যন্ত।

আরএম/