বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ছেনা ৷ তিনি টিএমসিপি নেত্রী জয়া দত্ত৷ ছাত্র সমাবেশের আগেই ফের একবার বিতর্কে জড়ালেন টিএমসিপি-র প্রাক্তন এই সভানেত্রী জয়া৷ তাঁর নিজের ফেসবুক প্রোফাইলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিকৃত ছবি শেয়ার করে বিতর্কে জড়ালেন জয়া৷ দলের অন্দরে ফের তাঁকে নিয়ে ক্ষোভর সৃষ্টি হয়েছে৷
মঙ্গলবার (২৮ আগস্ট) তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়ো রোডে বিশাল সমাবেশের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস৷ সেখানে মূল বক্তা মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ বক্তব্য রাখবেন যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷
জল্পনা ছিল, জয়া দত্তর পর যেহেতু দল এখনও কাউকে তৃণমূল ছাত্র পরিষদের মাথায় বসায়নি সেই সূত্রে ছাত্র সমাবেশের মঞ্চেই হয়তো থাকবে চমক৷ বহু প্রতিক্ষিত সেই নাম৷
মুখ্যমন্ত্রী স্বয়ং সেই নাম ঘোষণা করবে বলেই খবর৷ বিগত দিনগুলিতে জয়া যেভাবে দলের কাজে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন তাতে অনেকেরই ধারণা হয়েছিল এ যাত্রায় বুঝি বেঁচে গেলেন জয়া৷ উপরন্তু দলের তরফেও সেভাবে কিছু ঘোষণা করা হয়নি জয়ার বিপক্ষে গিয়ে৷ কিন্তু তার ঠিক ২৪ ঘণ্টা আগেই দলের সুপ্রিমোয় বিকৃত ছবি শেয়ার করে বিতর্কে জড়িয়ে পড়লেন টিএমসিপির এই নেত্রী৷ এখন এই মঞ্চে জয়ার জন্য কি অপেক্ষা করছে তা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে জল্পনা৷
প্রসঙ্গত, গত বছর মুখ্যমন্ত্রীর এই পোস্টার ছাপানো হয়৷ বেশ কিছু এলাকায় লাগানোও হয়েছিল৷ কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব এই ধরণের পোস্টারের বিরোধিতা করে তৎক্ষনাৎ পোস্টার খুলে ফেলার নির্দেশ দেয়৷ মুখ্যমন্ত্রীর ছবির কোনও ভাবেই বিকৃত করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয় দেলর তরফে৷ দলের নির্দেশ অমান্য করে কেন ছাত্র সমাবেশের ঠিক আগেই জয়া এরকম একটি বিতর্কের সঙ্গে জড়ালেন? যদিও এই নিয়ে জয়ার কোনও বক্তব্য পাওয়া যায়নি৷ সূত্র: কলকাতা ২৪x৭
আজকের বাজার/এমএইচ