কলকাতার রাজ্য সরকার তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ অঞ্চলের উন্নয়নের স্পিডব্রেকার বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি বলেন, ‘আমাদের রাজ্য সরকারের কল্যাণে কৃষকের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যায়। কিন্তু দিদি স্পিডব্রেকার। তিনি উন্নয়নে ব্রেক লাগিয়ে দিয়েছেন।’
বুধবার (৩ এপ্রিল) শিলিগুড়ির কাওখালিতে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী।
মোদি বলেন, ‘দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) ৩০ লাখের বেশি কৃষক পরিবারের উন্নয়নে ব্রেক লাগিয়ে দিয়েছেন। স্পিডব্রেকার সরার অপেক্ষায় আছি। তার সরকার গরিবদের লুট করছে।’
তিনি আরও বলেন, ‘কংগ্রেস কমিউনিস্টদের চিন্তা-ধারা একই। গরিব শেষ হলে দিদির রাজনীতি শেষ।’
নিজের সরকারের কথা উল্লেখ করে মোদি বলেন, ‘যে গতিতে দেশের অন্য রাজ্যে কাজ করছি, এ রাজ্যে সে গতিতে কাজ হয় নি। কারণ পশ্চিমবঙ্গে এক স্পিডব্রেকার আছে আর সে হচ্ছে আপনাদের দিদি।’
এদিকে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম করছে, এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গকে বেশ গুরুত্ব দিচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আর নির্বাচনের আগে এখানকার শক্ত প্রতিদ্বন্দ্বীকে বিরোধপূর্ণ আচরণে নাজেহাল করতে চাইছে মোদির দল বিজেপি। সূত্র: আনন্দবাজার
আজকের বাজার/এমএইচ