মোদি সরকারকে সরাতে ভারতের সব বিরোধী দলকে এক হয়ে লড়ার আহ্বান জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায়।এর ্প্রেক্ষিতে বৈঠকে বসেন মমতা-সৌনিয়া।
বুধবার রাতে, দিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে বসেন মমতা।মোদি বিরোধী লড়াইয়ে সোনিয়াকে সাথে থাকতেও আহ্বান জানান তিনি। মমতা মনে করেন, সব বিরোধী দল এক হয়ে “একের-বিরুদ্ধে-এক প্রার্থী” দিয়ে লড়লে মোদিকে পরাজিত করা সম্ভব।
তবে মমতার প্রস্তাবকে নাকচ করে দিয়ে সোনিয়া বলেছেন, কংগ্রেস নেতৃত্বাধীন জোটই আগামী নির্বাচনে বিজেপিকে হারাতে পারবে।
আজকের বাজার/আরজেড