ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো দুজনের মৃত্যু হয়েছে। তারা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনার উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। এর মধ্যে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার একজন ও গাজীপুরের শ্রীপুর উপজেলার একজন।
ডা. মুন আরো জানান, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ১৫ জন ভর্তিসহ বর্তমানে ১০০ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন। জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, জেলায় একদিনে ৩১৮টি নমুনা পরীক্ষায় ২২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ৯২ শতাংশ। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান