জেলার তারাকান্দা উপজেলা সদরে আজ বাস-মাইক্রোবাস সংঘর্ষে সহোদর ভাই-বোন নিহত হয়েছেন। এ ঘটনায় মা বাবাসহ তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন, শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার চর শিমুলচরা গ্রামের মোকাদ্দেস রহমান তোরাব ও মনিরা বেগমের ছেলে আনাছ আহনাফ (৩) এবং বোন মাশুরা নোকাদ্দেছ তানাছ (১৬)।
আজ সকাল ৮ টার দিকে ময়মনসিংহ -শেরপুর সড়কের তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, ঢাকা থেকে ধোবাউড়া উপজেলার গোয়াতলার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই-বোন আনাছ আহনাফ এবং বোন মাশুরা নোকাদ্দেছ তানাছ মারা যায়। এ সময় মাইক্রোবাস যাত্রী নিহতের মা বাবাসহ তিনজন গুরুতর আহত হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ওসি ওয়াজেদ আলী আরও বলেন, বাসটি আটক করা হয়েছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। (বাসস)