জেলার তারাকান্দা উপজেলায় আজ দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কোদলধর এলাকার হিমালয় পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুরের সদর উপজেলার রাজভল্লবপুর গ্রামের আক্তার আলীর ছেলে শহিদ মিয়া (২৬) এবং একই জেলার নকলা উপজেলার মৃত আব্দুর রশিদের মেয়ে সুইটি আক্তার (২০)।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন যাত্রী।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, শেরপুর-ময়মনসিংহ সড়কে তারাকান্দার কোদালধর এলাকায় ঢাকা থেকে আসা শেরপুরগামী রাজ সুপার পরিবহন ও শেরপুর থেকে ঢাকাগামী ইভা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী দুইটি বাস খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নারীসহ দুই যাত্রী নিহত হন।
তিনি জানান, খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ এবং খাদে পড়া বাস দুটি উদ্ধার করে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। (বাসস)