ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত

জেলার ত্রিশালে  আজ সকাল সাড়ে ৭টার দিকে বাস চাপায় ৫জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১২ জন।
সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র রায় ও ত্রিশাল ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার সাদেকুর রহমান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি তদন্ত জানান, বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের চেলেরঘাট এলাকায় চাকা বিকল হয়ে যাওয়ায় একটি বাস সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে কয়েকজন গার্মেন্টসকর্মী অন্য বাসকে থামাতে সিগনাল দেয়। এসময় ত্রিশাল থেকে ভালুকাগামী একটি বাস এসে দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা ১৬ জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান। বাকিদের ময়মনসিংহ মেডিকেল কলে হাসপাতালে নেয়া হলে সেখানে আরেকজন মারা যান।

নিহতরা হল, ত্রিশালের রাগামারা এলাকার সোহেল মিয়া (৩৫), দক্ষিণ তেতুলিয়া এলাকার জেসমিন আক্তার (৩০), নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (২৮), ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার কামরুজ্জামান লিটন (২৮) ও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনচার্জ (এসআই) জাহাঙ্গীর আলম জানান, গুরুতর আহত অবস্থায় ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে বলে ওসি জানান। (বাসস)