ময়মনসিংহে অটোরিক্সা ও মাহেন্দ্র গাড়ী মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জেলা সদরের শম্ভুগঞ্জে সিএনজি চালিত অটোরিক্সা ও মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত এবং তিন জন আহত হয়েছে।  আজ সকাল ৯ টার দিকে শম্ভুগঞ্জের গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো,নেত্রকোনা সদরের সাতবৃড়ি কান্দা গ্রামের বাসিন্দা আব্দুর রাশিদ (৬৫) ও তার স্ত্রী বকুলা বেগম (৬০) । আহতদের মধ্যে রয়েছেন নেত্রকোনা সদরের বাহাদুরপুর এলাকার বিদ্যা মিয়ার স্ত্রী লাভলী বেগম (৩৬), পূর্বধলার ভবের বাজার এলাকার মোহাম্মদ অন্তর মিয়া (২১) এবং অজ্ঞাত আরেকজন মহিলা।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাদাত জানান, দুর্ঘটনায় মোট পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান বলেন, নিহত ও আহতরা ঢাকায় আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বকুলা বেগমকে মৃত ঘোষণা করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রাশিদ মারা যান। নিহতদের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি। (বাসস)