ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার নতুন বাজার এলাকায় ট্রাকের চাপায় নারীসহ সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। রবিবার সকাল পৌনে ৯টার দিকে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি ট্রাক মুক্তাগাছার নতুন বাজার এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ দুজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান