ময়মনসিংহে বালুবাহী ট্রাকে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় ময়মনসিংহ-ঝারিয়া রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকলেও এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আজ সোমবার দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুল ইসলাম ফকির বাসসকে জানান, দুর্ঘটনার পরপর ট্রেনটিকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়। তবে ট্রাকটি এখনো রাস্তার পাশে উল্টে পড়ে আছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান। (বাসস)