ময়মনসিংহে শুরু হয়েছে তাঁত ও বস্ত্র মেলা

জেলায় শুরু হয়েছে মাসব্যাপী সিটি তাঁত ও বস্ত্র মেলা। বুধবার সন্ধায় শহরের কাচারিঘাট এলাকায় এ মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি করর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, সিটি করর্পোরেশনের প্যানেল মেয়র শামীমা আক্তার, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি শংকর সাহা প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে মেয়র বলেন, দেশীয় তাঁত পণ্যের প্রচার ও প্রসারে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যারা মধ্যম উদ্যোক্তা তারা তাদের পণ্য গুলো সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করতে পারবে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে ত্বরান্বিত করবে।

উদ্বোধনের পর সিটি মেয়র মেলায় স্থাপিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় বিভিন্ন পণ্যের ৯০ টি স্টল খোলা হয়েছে। করর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত  মেলার স্টল গুলো খোলা থাকবে।  (বাসস)