মরক্কোর উত্তরাঞ্চলীয় তজা নগরীর কাছে মহাসড়কে মঙ্গলবার ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছে। বাসটি উল্টে যাওয়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
বিবৃতিতে বলা হয়, আহতদের তজা নগরীর একটি হাসপাতালে নেয়া হয়েছে এবং দুর্ঘটনার ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে।
মরক্কোর সরকারি পরিসংখ্যান থেকে জানা যায়, দেশটিতে ২০১৯ সালে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় মোট ৩,৩৮৪ জন নিহত হয়।