মরক্কোর আন্দোলনকারী নেতাদের ২০ বছরের কারাদণ্ড- দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ জুন) ২০১৬ সালে দেশের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়া ওই বিক্ষোভে অগ্রণী ভূমিকা পালনের দায়ে তাদের বিরুদ্ধে এ রায় দেয়া হয়। খবর এএফপি’র।
‘রাষ্ট্রের নিরাপত্তা বিঘিœত করার ষড়যন্ত্রে’ আল-হিরাক আল শাবি বা ‘পপুলার মুভমেন্ট’ এর নেতা নাসের জেফজাফি, নাবিল আহমিক, ওয়াসিম বৌস্তাতি এবং সামির ইঘিদকে সাজা দেয়া হয়েছে। কর্মসংস্থান, উন্নয়নের দাবিতে এবং দুর্নীতির বিরুদ্ধে রিফ অঞ্চলে তারা ওই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন।
ক্লাসাব্লাঙ্কা আপিল কোর্ট জানায়, প্রায় নয় মাস ধরে চলা বিচারকার্য শেষে মঙ্গলবার মোট ৫৩ জনকে সাজা দেয়া হয়। এ মামলার আসামীদের বিভিন্ন মেয়াদে এক বছর থেকে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত সাজা দেয়া হয়। এছাড়া তাদের প্রত্যেকের ৫ হাজার দিরহাম (৫২০ ডলার) জরিমানা করা হয়।
আসামীদের অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়।
আরজেড/