বাংলাদেশে মরণোত্তর চক্ষুদানের প্রচার চালাতে ভারতের সাত সদস্যের একটি বাইসাইকেল র্যালি বাংলাদেশে এসেছে। সোমবার রাতে র্যাতে ভারতের পেট্রপোল দিয়ে বেনাপোল চেকপোস্ট হয়ে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার ভোরে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
র্যালির ক্যাপ্টেন শংকর রক্ষীত জানান, ভারতের প্রতিবেশী ও বন্ধু প্রতীম দেশ বাংলাদেশ। মানবিক মূল্যবোধ থেকে এ ধরনের প্রচারে বাংলাদেশে এসেছেন তারা। মাত্র সাত দিনের ভ্রমণে বাংলাদেশে আসা র্যালির মাধ্যমে মানুষ কিছুটা হলেও সচেতন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মহসিন আলী জানান, ভারতীয় সাইকেল র্যালি ইমিগ্রেশনে পৌঁছালে তারা তাদের পাসপোর্টের সব ধরনের কাজ দ্রুত সম্পন্ন করেছেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান