মশার প্রজনন ধ্বংসে দক্ষিণ সিটি করপোরেশনের অভিযান শুরু

মশার প্রজনন ধ্বংসে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

সোমবার (২৫ জুন) এ অভিযান শুরু করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন জানান,  আগামী ১৫ দিন ৫ হাজার ৭শ’ হোল্ডিংয়ে দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ পরিদর্শন করবেন। শুরু হয়েছে বর্ষা মৌসুম। এরই মধ্যে মশার কারণে অতিষ্ঠ নগরবাসী। গত বছরের ঠিক এই মৌসুমেই দেখা দিয়েছিল চিকনগুনিয়ার প্রকোপ। প্রতিরোধে এবার আগে থেকেই মাঠে নামছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

তিনি বলেন, ‘আমরা মাত্র ১৮টি বাড়িতে পরিদর্শক পাঠিয়েছিলাম। ১৮টি বাড়ির মধ্যে ১১টি বাড়িতেই এসিড মশার লার্ভার অস্তিত্ব খুঁজে পেয়েছি। এটা অত্যন্ত আতঙ্কিত হওয়ার মতো ঘটনা।’

মেয়ের বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ১০০টি বাসাবাড়িতে আমাদের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবে। আমরা যখন দ্বিতীয় পর্যায়ে পরিদর্শন করবো, আবার একই বাসায় এডিস মশার লার্ভা পাওয়া যায়, তাহলে আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে।’

দক্ষিণের মেয়র জানান, মশার বিচরণের ক্ষেত্র নির্দিষ্ট না থাকায় এডিস মশা নির্মূলে এগিয়ে আসতে হবে আশপাশের সিটি কর্পোরেশনগুলোকেও।

মেয়র সাঈদ খোকন বলেন, ‘মশা যেকোনো জায়গায় উড়ে যেতে পারে। জীবাণু যেকোনো জায়গায় যেতে পারে। তাই পার্শ্ববর্তী সিটি কর্পোরেশনগুলোকেও এডিস মশা নির্মূলে এগিয়ে আসতে হবে।’

আগামী দুই সপ্তাহ কোনো এলাকায় মশক নিধন কার্যক্রম না হলে সঙ্গে সঙ্গে সিটি কর্পোরেশনকে জানানোর অনুরোধ করেন দক্ষিণের মেয়র।

আরজেড/