ঢাকা উত্তর সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘মশা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, তবে এটি মোকাবিলা অসম্ভব নয়।’বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে মিরপুরের রূপনগর এলাকায় পরিচালিত হওয়া মশক নিধন কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। আতিকুল ইসলাম বলেন, ‘আমরা সুইপিং মেশিন, জেড এন্ড সাকার মেশিন এনেছি। মন্ত্রীও নির্দেশ দিয়েছেন দ্রুত এসব কাজ করার জন্য। মশা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কীভাবে আমরা মশা নিয়ন্ত্রণে আনতে পারি সেই লক্ষ্যে কাজ করছি। তবে এটি মোকাবিলা অসম্ভব নয়।’এসময় এডিস মশা থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন আতিকুল ইসলাম।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, এডিস মশার উপদ্রব কমানোর জন্য বছরব্যাপী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যা জানুয়ারি মাস থেকেই চলমান। তবে সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের এক জরিপে ঢাকার দুই সিটি করপোরেশনের বেশকিছু ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এর মধ্যে ডিএনসিসির পাঁচটি ওয়ার্ড রয়েছে। ডিএনসিসি স্বাস্থ্য বিভাগ সব ওয়ার্ডে নিয়মিত কার্যক্রমের সঙ্গে এই পাঁচটি অঞ্চলে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে। মশক নিধন কার্যক্রম পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফা, প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম মঞ্জুর হোসেন প্রমুখ।
আজকের বাজার/শারমিন আক্তার