মশা দমনে গবেষণা চালাচ্ছে সনি

মশার যন্ত্রনায় এখন অস্থির ঢাকাবাসী। ক্ষুদে এই প্রাণীর আক্রমণ থেকে বাঁচতে পারছে না কেইউ।তাই মশা দমনের নানা কৌশল নিয়ে গবেষণা শুরু করেছে সনি। সংস্থাটি মশার মতিগতি বুঝতে তৈরি করেছে প্রজেক্টরসহ হেলমেট।

সনি সূত্রে জানা গেছে, মশা দমন করতে হলে আগে মশা নিয়ে খুঁটিনাটি জানতে হবে। তাই ব্যপক গবেষণা জরুরি। মশাকে বুঝতে হলে তার মত ইন্দ্রিয় প্রয়োজন, এটাই সনির ভাষ্য। সে লক্ষ্যে তারা মশার মত দৃষ্টি তৈরি করতে হেলমেটের মধ্য দিয়েছে প্রজেক্টর। মশার চোখে দুনিয়া যেমন, ঠিক তেমনই দেখাবে প্রজেক্টরের সামনের সবকিছু।

মশা যেহেতু গন্ধের মাধ্যমে কামড়ানোর লক্ষবস্তু বের করে, তা বোঝানোর জন্য হেলমেটের মধ্যে থাকা হেডফোনে ‘ব্লাড অ্যালার্ট’ দেয়া হবে।

সবশেষে ব্যবহারকারীদের চলাফেরার সঙ্গে প্রজেক্টর আর হেডফোনের সংযোগ করার জন্য হেলমেটে যুক্ত করা হয়েছে এইচটিডি ভাইব কন্ট্রোলার। হেলমেট পরে চলাচল করলে তা শনাক্ত করে সে অনুযায়ী প্রজেক্টরের কনটেন্ট আর হেডফোনে অ্যালার্ম দুটিই বদলে যাবে।

সনির দাবি, মশার মত দেখতে ও ‘শুনতে’ পেলে গবেষকরা মশাকে আরও ভালোভাবে বুঝতে পারবে। গবেষণা সফল হলে শিগগিরই মশা দমনের কার্যকর উপায় জানিয়ে দেবে সনি।

এমআর/