মশা নিধনের বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন ও মশা নিয়ন্ত্রনে ২৫ দিনের বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

মঙ্গলবার সকালে নগরীর আন্দরকিল্লায় নালা থেকে মাটি ও আবর্জনা উত্তোলন এবং মশার ডিম ধ্বংসকারী ‘লার্ভিসাইড’ স্প্রে করে ক্রাশ প্রোগাম উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এ সময় তিনি বলেন, আগামী ৫ই মে পর্যন্ত বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ নগরীর ৪১টি ওয়ার্ডে চলবে। ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শেষে ৪১টি ওয়ার্ডে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এ ধরনের অভিযান প্রতিমাসে পরিচালিত হবে বলেও জানান মেয়র।

আজকের বাজার/আরজেড