মশা নিধনে হটলাইন চালু করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন (ডিনসিসি)। হটলাইন নম্বরটি হচ্ছে ০১৯৩২-৬৬৫৫৪৪।
ডিএনসিসির আওতাধীন যে কোন ব্যক্তি এই নম্বরে কল করলে সঙ্গে সঙ্গে মশক নিধনকারী দল পৌছে যাবে এবং মশা নিধনের ওষুধ ছিটাবে। বুধবার ২৮ ফেব্রুয়ারি থেকে সেবাটি চালু হবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ নম্বরে কল করা যাবে।
ডিএসসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানায়, ডিএনসিসির নগর ভবনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া গত ১২ ফেব্রুয়ারি শুরু হওয়া চলমান মশক নিধন ক্রাশ প্রেগ্রামের মেয়াদ ২৮ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৫ মার্চ পর্যন্ত করা হয়।
আজকের বাজার : আরজেড/আরএম/ ২৭ ফেব্রুয়ারি ২০১৮