মশা নিধন কর্মসূচির জন্য আগামী অর্থবছরে (২০১৯-২০) ৪৯.৩ কোটির টাকার প্রস্তাবিত বাজেট দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার গুলশানে ডিএনসিসি নগরভবনে মেয়র আতিকুল ইসলাম রাজধানীতে তার অংশের জন্য এ বাজেট ঘোষণা করেন।
সম্প্রতি ভয়াবহ আকার ধারণ করা ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা দমনে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমলোচনার শিকার হন ডিএনসিসি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রদ্বয়।
সরকারি তথ্যে ডেঙ্গু রোগে ৫৭ জন মারা যাওয়ার দাবি করা হলেও সংশ্লিষ্টদের দাবি বাস্তবে এ সংখ্যা কয়েকগুণ বেশি হতে পারে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সারাদেশের ৭৩ হাজার ৫৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৯ হাজার ৭৮৫জন চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।
ডিএনসিসির ২০১৯-২০ অর্থবছরে ৩ হাজার ৫৭.২৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ১ হাজার ১০৬ কোটি টাকা এবং রাজস্ব ব্যয় ৫৫১.৪ কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে।
অপরদিকে উন্নয়ন ব্যায় ও অন্যান্য ব্যায় যথাক্রমে ২ হাজার ৩৩৫.৭৪ কোটি টাকা এবং ১২ কোটি টাকা ধরা হয়েছে।
আজকের বাজার/এমএইচ