এডিশ মশা মারতে নতুন ওষুধ আনার বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদকে তলব করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার দুপুর ২টায় তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালত বলেন, নতুন আনার বিষয়ে সরকার ও সিটি করপোরেশন দুই ধরনের কথা বলছে। এর পরিনতি কি বুঝতে পারছেন।
আজকের বাজার/এমএইচ