সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বুধবার করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে মক্কা ও মদিনার দুটি পবিত্র মসজিদে সীমিত আকারে তারাবিহর নামাজের অনুমোদন দিয়েছেন।
বাদশাহ সালমান পবিত্র দুটি মসজিদে রমজান মাসে তারাবিহ আদায় করার বিশেষ অনুমোদন দিয়েছেন। তবে তারাবিহর নামাজ ২০ এর পরিবর্তে ১০ রাকাত করে আদায় করা হবে। এছাড়া তাহাজ্জুদ নামাজ, পবিত্র কুরআন খতম, ইতিকাফ বাতিল করা হয়েছে।
দুটি মসজিদের শায়খ এবং খাদেমরা তারাবিহর নামাজ আদায় করবেন। যদিও মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে জনসাধারণের উপস্থিতি এখনও নিষিদ্ধ রয়েছে।